বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু’র স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা ও মহানগর ‘মুক্তিযুদ্ধ সংসদ’ ইউনিট কমান্ডের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুর (বীর প্রতীক)  স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর সীমান্ত নোঙর মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুর পরিবারের সদস্যবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হাদী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কবিকুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস হোসেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জি/আর