শিশু পুত্রকে হত্যার দায়ে নাটোরে পিতা ও সৎ মায়ের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
৮ বছরের শিশু পুত্রকে হত্যার দায়ে নাটোরে বাবা ইমদাদুল হক মিলন(৩৮) ও সৎ মা নাহিদাকে (২৫) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ প্রদান করেন।

 

  • নিহত ইয়াসির আরাফাত ইমন ইমদাদুল হক মিলনের প্রথম স্ত্রী কুলসুমা বেগমের ছেলে। সে কামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

মামলার বিবরনিতে জানা যায়,  পারিবারিক কারনে ইমদাদুল হক মিলন তার প্রথম স্ত্রী কুলসুম বেগমকে তালাক দিয়ে শিশুপূত্র ইয়াসির আরাফাত ইমনকে নিয়ে দ্বিতীয় স্ত্রী নাহিদার সাথে বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামে বসবাস করতো। গত বছরের ২৭ আগস্ট সৎ মা নাহিদা ইমনকে স্বাস রোধ করে হত্যা করে। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মারা গেছে বলে তারা এলাকায় প্রচার করতে থাকেন। পরে বাবা ও সৎ মা মিলে লাশ গোপনের চেষ্টা করে।

 

 

  • এ ঘটনায় ইমনের নিজ মা কুলসুম বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক ইমনের বাবা এবং সৎ মাকে ফাঁসির আদেশ দেন। মামলার রায়ের সময় ইমনের বাবা উপস্থিত থাকলেও পলাতক রয়েছে সৎ মা।

স/অ