শিলিগুড়িতে ভেঙে পড়ল সেতু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এখনও মাঝেরহাট কাণ্ডের রেশ কাটেনি৷ এরইমধ্যে ফের ভেঙে পড়ল সেতু৷ শুক্রবার সকালে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘটনা৷ এখনও হতাহতের খবর নেই৷ ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ৷ একটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে সেতুটি৷ আহত হন ট্রাকের চালক৷ এখনও ট্রাকটি ঝুলন্ত অবস্থায় রয়েছে৷

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল সেতুটি৷ কিন্তু কোনও মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি৷ এর জেরেই এত বড় দুর্ঘটনা ঘটল৷ সূত্রের খবর, চটহাট-ফাঁসিদেওয়ার মধ্যে যোগাযোগকারী একমাত্র সেতু এটি৷ কৃষিপ্রধান এই এলাকার লোকজন ভীষণভাবে এই সেতুর উপর নির্ভরশীল৷ সেক্ষেত্রে এই সেতু ভেঙে পড়ায় চিন্তা বেড়েছে এলাকার লোকজনের৷

গত মঙ্গলবার বিকেলেই আচমকা ভেঙে পড়ে মাঝেরহাটের সেতুটি৷ প্রাণ হারান তিনজন৷ আহত হন অনেকেই৷ এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে৷ মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠকে জানান, এ শহরে এমন আরও অনেকগুলি সেতু রয়েছে যাদের অবস্থা বিপজ্জনক৷

কিন্তু সূত্র বলছে, শুধু শহর কলকাতাই নয় জেলাগুলিতেও এমন বহু সেতু রয়েছে যাদের অবস্থা অত্যন্ত জীর্ণ৷ যেকোনও সময়ে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ যেমনটা শুক্রবার সকালে ঘটল ফাঁসিদেওয়ায়৷ স্থানীয়রা বলছেন, এদিন যে সেতুটি ভেঙে পড়ল সেখানে খুব বেশি ওজন নিয়ে যান চলাচল করে না৷ বরং নিয়ম করে যদি রক্ষণাবেক্ষণ করা যেত তবে এমনটা হত না৷

এই সেতু ভাঙার ফলে মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা৷ বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন৷ পর্যটনমন্ত্রী গৌতম দেব এদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি৷ পরিস্থিতি ঠিক কীরকম তা দেখেই মন্তব্য করতে পারব৷’’ তিনি আরও জানিয়েছেন এই এলাকা শিলিগুড়ি মহকুমা পরিষদের আওতায়৷