শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পবিত্র ঈদুল ফিতর পরিবারে সাথে উদযাপনের লক্ষে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের বাড়ি ফেরার কারণে অতিরিক্ত চাপ দেখা গেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটে।

শুক্রবার ভোর থেকে হঠাৎ করেই ঘাট এলাকায় যাত্রী চাপ বৃদ্ধি পায়। তবে যাত্রীবাহী যানবাহনের চাপ কম থাকলেও মোটরসাইকেল ও ব্যক্তিগত যনবাহনের চাপ দেখা গেছে। বর্তমানে ঘাটে কয়েক হাজার মোটরসাইকেল ও ৩ শতাধিক ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ৯ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন। শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি ঘাটে ফেরি ছেড়ে গেলে যেতে আসতে সময় লাগায় ও ফেরি সংখ্যা কম থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ৮৩ টি লঞ্চের পাশাপাশি ১৫৩ টি স্পিডবোড যাত্রী পারাপার করছে এই নৌরুটে।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন জানান, গতকাল রাতেও যানবাহন ও যাত্রী চাপ কমছিলো। কিন্তু আজ শুক্রবার ভোর থেকে হঠাৎ করেই যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করে। তবে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের চাপই বেশি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন