শিবগঞ্জ সীমান্ত ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া এলাকার শিংনগর গোপালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো.সেলিম (২৬), একই এলাকার বানীপুর গ্রামের মো.গাজলুর ছেলে মিলন আলী (২০) ও তারাপুর ডাবনিপাড়া গ্রামের মো. আবুর ছেলে মো. মোস্তাফিজুর রহমান (১৬)।

 

চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান ঘটনাটি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ভোররাত পৌনে তিনটার দিকে মনকষা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নে পদ্মা নদীর ১নং বেড়ী বাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় ফেনসিডিল বহনের জন্য অভিনব কায়দার জ্যাকেট সহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

স/শ