শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে র‌্যাব ও বিজিবির পৃথক দু’টি অভিযানে ২টি বিদেশী পিস্তল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে তাদের আটক করা হয়।

উপজেলার সীমান্তবর্তী খাসেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জেনারুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলমের নেতৃত্বে অভিযানে অস্ত্র বিক্রয়ের চেষ্টাকালে জেনারুলকে গ্রেপ্তার করা হয়।

 

এদিকে শিবগঞ্জ সীমান্তের পদ্মার চর এলাকায় বিজিবি একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড খোসা উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

 

বুধবার হাবিলদার ওবায়দুল্লার নেতৃত্বে ৯ বিজিবি ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি টহল দল ক্যাম্পপাড়া চরহাসানপুর এলাকায় অভিযান চালিয়ে বাবলু (২৮) নামে এক অস্ত্র চোরাকারবারীকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হাত বোমা তৈরীর সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানা (২৪) ও শাহাব উদ্দিন (২২) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার রাতে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান ঘটনাটি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন।