শিবগঞ্জে শতভাগ স্কাউটিং ও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে শতভাগ স্কাউটিং ও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

সংবাদ সম্মেলন জানানো হয়, শতভাগ স্কাউটিং ও বাল্যবিয়ে মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা উপলক্ষে আগামীকাল শনিবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়ামে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান কণ্ঠশিল্পী থাকবেন এমপি মমতাজ বেগম।

এছাড়া শিল্পী এ্যান্ড্রু কিশোর, কনক চাঁপা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
স/শ