এবার পোষা বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

এবার বাড়ির পোষা বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। আজ শুক্রবার দুুপুর আড়াই টার দিকে রাজশাহী নগরীর কাজলা অকট্রয় মোড় এলাকার হাসান ভিলা থেকে বিড়ালটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ফায়ার সার্ভিস কর্মী মোজাহার আহত হয়।

উদ্ধার কর্মীরা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যলয়ের লাইব্রেরিতে কর্মরত ডা. গোলাম মোস্তফার পোষা বিড়ালটি গত তিনদিন আগে নিখোঁজ হয়। এর পরে অনেক খোঁজা খুজির করে পাওয়া যায়নি। দুপুরে হাসান ভিলার তিনতলা ছাদের সান সেট (কার্নিশ) এর উপরে ছিলো। সেই বাড়ির জেসমিন নামের এক নারী দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে উদ্ধার করে।

উদ্ধারের সময় ফায়ারম্যান মিজানুল তিনতলার উপরে ছিলেন। আর নিচে ছিলেন লিডার মোজাহার আলী। বিড়ালটি লাফ দিলে ধরতে গেলে মোজাহারের উপরে গিয়ে পড়ে। এতে মোজাহার আহত হন।

বিড়ালের মালিক গোলাম মোস্তফা জানান, তিন দিন ধরে বিড়ালটি নিখোঁজ ছিলো। আশেপাশের বাড়িগুলো খুজেছি। কিন্তু সন্ধান পাইনি। শুক্রবার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের ইনচার্জ (লিডার) রজব আলী বলেন, বিড়াল আটকে পড়ার খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিড়ালটি উদ্ধার করে মালিককে দেওয়া হয়।

স/শ