শিবগঞ্জে মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লছমানপুর এলাকায় মন্দিরের জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমনপুরের শ্রী সঞ্জয় সিং, মিনতি রানী, পূর্ণিমা, অমল সিং ও হেবজুল আলম। এর মধ্যে আহত মিনতি রানী ও পূর্ণিমাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও হেবজুল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

মন্দির পরিচালনাকারী কমিটির সদস্য আহত শ্রী সঞ্জয় সিং জানান, প্রায় ৩০ বছর ধরে বিনোদপুর
ইউনিয়নের লছমানপুর গ্রামে আধা পাঁকা ঘর তৈরি করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজা করে আসছিল। ঘরটি নষ্ট হওয়ায় নতুন করে তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এতে বাধা দেন হেবজুল আলমসহ তার লোকজন। এ নিয়ে রোববার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়
পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

ইতোমধ্যে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। এদিকে রোববার রাতেই শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সিকদার মশিউর রহমান।

অপরদিকে পুলিশ সুপার জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে উগ্যোগ নেয়া হয়েছে। মন্দির নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। তবে এর আগে মন্দিরের জমিটি দুই পক্ষ দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন।

স/শা