১৪ দিনেও মেলেনি রাসিকের হেল্থ কর্মীদের বেতন

নিজস্ব প্রতিবেদক:

আন্দোলনের ১৪ দিনেও মেলেনি নয় মাসের বকেয়া বেতন। বেতনের দাবিতে চিকিৎসাসেবা বন্ধ রেখে আন্দোলন করেছে আরবান প্রাইমারি হেলথ কেয়ারের কর্মীরা। গতকাল সোমবার ১৪ তম দিনে নগরীর টিকাপাড়া হেল্থ কেয়ারের কেন্দ্রের সামনে অবস্থান করেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে দুর্ভোগে পড়ে চিকিৎসা নিতে আসা রোগি ও তাদের স্বজনরা।

ফিল্ড সুপারভাইজার আমিরুল ইসলাম তুহিন ও ইকবাল হোসেন জানায়, নয় মাসের বেতন ভাতার দাবিতে তারা সকল কার্যক্রম বন্ধ রেখেছে। এছাড়া নগরীর পঞ্চবটি, কাজলা, ডাশমারী, বুধপাড়া মেহেরচন্ডি এলাকার হেল্থ কেয়ারগুলো বন্ধ রাখা হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর থেকে নয় মাসের বেতনের দাবিতে ১২০ জন কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে যান।

পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর ম্যানেজার আপেল মাহমুদ বলেন, তারাও চেষ্টা করছেন দ্রুত বেতনের জন্য। তিনি আশা করেন, অল্প দিনের মধ্যেই বেতন হবে সকল কর্মীদের।

 

স/আ