শিবগঞ্জে মেয়র রাজিন সংবাদ সম্মেলন: পৌরসভায় ৫ বছরে উন্নয়ন দেড়শ কোটি

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় বিগত ৫ বছরের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান মেয়র কারিবুল হক রাজিন। শুক্রবার সকালে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গেল ৫ বছরে পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নে ৮০ কোটি টাকার কাজ শেষ হয়েছে। চলমান রয়েছে প্রায় ৭০ কোটি টাকার কাজ। ১৯৯২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠার পর ২৫ বছরের মাত্র ৬৬ কোটি টাকার কাজ হয়েছে। আগামীতে দেড়শ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটি সম্পন্ন হয়ে পৌরসভা আধুনিক ডিজিটাল হিসেবে রূপ পাবে।

এছাড়াও যানজট নিরসন-জলবদ্ধতা, ট্রাফিক ব্যবস্থা, রাস্তা-ড্রেনেজ ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। উদ্বোধনের অপেক্ষায় ১২ কিলোমিটার রাস্তা। পৌর এলাকার পাইলিং মোড় হতে রসুলপুর মোড় পর্যন্ত ডাবল লেনে উন্নতিও প্রক্রিয়াধীন রয়েছে। সর্বপরী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর, এটি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে চলেছেন।

এ সময় উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মা, সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবিব ও খাদেমুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স/রি