তানোর পৌর নির্বাচনে নৌকা ও ধানের শীষে’র লড়াই

টিপু সুলতান, তানোর:
আগামী ১৪ ফেব্রুয়ারী রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থীর মধ্যে লড়াই হবে দ্বিমুখি। কারণ হিসাবে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বহিস্কার হওয়া) আব্দুল মালেককে (নারিকেল গাছ) নিয়ে ভোটারদের তেমন উৎসাহ নেয়। তবে আ’লীগের মনোনীত দলীয় প্রার্থী (নৌকা) ইমরুল হক এবং বিএনপি’র মনোনীত দলীয় প্রার্থী (ধানের শীর্ষ) মিজানুর রহমানের মধ্যে হবে লড়াই। গতকাল শুক্রবার প্রচারনার শেষে দিনে বিভিন্ন এলাকায় প্রচারনার সময় প্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

তিন প্রার্থীর মধ্যে দ্বিমুখি লড়ায়ে এবার তানোর পৌর এলাকায় ১৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ১১ টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন প্রসাশন। তবে ৩ জন মেয়র প্রার্থীর নিজ নিজ লোকজন নিজেদের ক্ষমতা বলে কেন্দ্র দেখবাহাল করবে বলে জানা গেছে।

এদিকে প্রসাশনের পক্ষ থেকে তানোর উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ভোট কেন্দ্রে যদি কেউ কোন অপ্রিতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না।

তানোর পৌরসভা এলাকার ১৩ টি কেন্দ্রের পুরুষ-মহিলা মিলে ৬৮টি বুথে ভোটাররা ভোট দিবেন। তানোর পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৬শত ৭৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৪৩ জন এবং মহিলা ভোটার ১২হাজার ৬ শত ৩০ জন।

জানা গেছে, তানোর পৌরসভা ১৩টি কেন্দ্রের মধ্যে ১১টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়, আকচা সরকারী উচ্চ বিদ্যালয়, বুরুজ ফোরকানীয়া মাদ্রাসা, আমশো সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমশো মাদ্রাসা, তানোর সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজ, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়, চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তালন্দ উচ্চ বিদ্যারয়, হরিদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, তানোর সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে তানোরা পৌর এলাকার সাধারণ ঝুকিপূর্ণ চিহ্নিত হয়েছে ২টি কেন্দ্র হলো- তালন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তানোর উচ্চ বিদ্যালয়।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, তানোর পৌরসভার ১৩ টি কেন্দ্রের মধ্যে ১১টি ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। পৌর এলাকায় নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। আশা করছি ভোটের দিন পর্যন্ত সব কিছু ঠিক থাকবে। আমরা প্রসাশনের লোকজন সব সময় সজাক রয়েছি।

তানোর উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ইতিপূর্বে মুন্ডুমালা পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে হয়েছে। আশা করছি তানোর পৌরসভা নির্বাচন ও সুষ্ঠ হবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচন যেন সুষ্ঠ হয় সেজন্য আমি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।

স/রি