শিবগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে রাস্তা মেরামত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
জনগণের চলাচলের অযোগ্য খানাখন্দে ভরা রাস্তা মেরামতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দৃষ্টি না পড়লেও দৃষ্টি পড়েছে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের। স্থানীয় ছাত্রলীগ কর্মীরা নিজ উদ্যোগেই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে তুলেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-পুঠিরঘাট ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা তারা মেরামত করেন।

রাস্তাটুকু মেরামত করেন মনাকষা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এমরান আলি-সাধারণ সম্পাদক শামীম রেজার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা।

এমরান-শামীম রেজা জানান, শেখ হাসিনার নির্দেশে জনসেবামূলক কাজের অংশ হিসাবে তারা নিজ উদ্যোগেও নিজ খরচে মনাকষা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে খানাখন্দে ভরা ভাঙা রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। তারা আরও জানান, এক কিলোমিটার রাস্তা প্রায় ৫-৬ বছর থেকে চলাচলের অযোগ্য হয়ে আছে। তারা প্রথমত ভাঙা ইট ফেলে মেরামত করেছে। পরে রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করবেন।

রাস্তা মেরামতের সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মনাকষা শাখার নেতা কুরবান আলি, জেলা ছাত্রলীগের সহসভাপতি আলাউদ্দিন ও সাবেক ছাত্রলীগ নেতা মোজাম্মেল হকসহ অনেকে।

 

স/শা