নিখোঁজ প্রতিবন্ধীকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন বাঘা পৌর মেয়র

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার চক আমোদপুর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল শারিরীক ও বাকপ্রতিবন্ধী আসিফ। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের দু’দিন পর বাউসার অমরপুর সাধুর আকড়া থেকে নিয়ে আসেন বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক। মঙ্গলবার তাকে তার মায়ের কাছে হস্তান্তর করেন মেয়র।

১৪ বছর বয়সী আসিফ বাঘা পৌর এলাকার চক আমোদপুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। তারা দুই ভাই-ই প্রতিবন্ধী।

জানা যায়, আসিফ দু’দিন আগে আকষ্মিকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়। তারপর পরিবারের লোকজন বিভিন্ন আত্নীয়ের বাড়িতে খোঁজ করে না পেয়ে মঙ্গলবার থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়। এর আগেই বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক তাকে নিয়ে হাজির হন।

এ বিষয়ে বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক বলেন, আমি বিশেষ কাজে উপজেলার দীঘায় গিয়েছিলাম। সেখান থেকে ফিরছিলাম। পথে আসিফকে নিয়ে বাউসার অমরপুর খেতর সাধুর আকড়ার পাশে ভিড় করেছিল কিছু মানুষ। ভিড় দেখে গাড়ি থামিয়ে দেখি আমার পরিচিত আসিফ। একপর্যায়ে তাকে গাড়িতে করে পৌর কার্যালয়ে নিয়ে এসে তার বাবা-মায়ের কাছে দেয়া হয়েছে।

আসিসে বাবা আফাজ উদ্দীন বলেন, দুই দিন থেকে নিখোঁজ ছিল আমার ছেলে। মেয়রের মাধ্যমে ছেলেকে পেয়ে খুব খুশি লাগছে।

 

স/শা