দু’টো কিডনিই অকেজো: বাঁচতে চায় শিবগঞ্জের সন্তান তোহিদুল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

দু’টি কিডনী অকেজো হয়ে গেছে তোহিদুল ইসলামের। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের প্যারালাইসিস রোগে আক্রান্ত পিতা এমদাদুল হকের ছেলে সে। সে গৃহিনী মোসা. তোহমিনা বেগমের বড় সন্তান। উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী সে।

কিডনী অকেজো হয়ে যাওয়া শিক্ষার্থী তোহিদুল ইসলাম তিতাস বাঁচতে চায়। কিন্তু অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে না পারায় বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। ইতোমধ্যে গরীব পিতার সব কিছু বিক্রি করে চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার কিডনী স্থানান্তর করতে খরচ হবে প্রায় ১০ লাখ টাকা।

এমতাবস্থায় তার গর্ভধারণী মা একটি কিডনী ছেলের জন্য দিতে চাইলেও প্যারালাইসিসে আক্রান্ত অসহায় পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার্থী তোহিদুল ইসলাম সমাজের বিত্তবান মানুষের বা সমাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন।

তোহিদুলকে সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ০২০০০১৩০৮৬৫০৫, অগ্রণী ব্যাংক, মনাকষা শাখা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

অথবা বিকাশ নম্বর- ০১৭২৯১৪৯৬০৮

 

স/শা