শিবগঞ্জে খাদ্য নিরাপদতা: সম্ভাবনা ও সমস্যা শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে দেশের খাদ্য নিরাপদতা: সম্ভাবনা ও সমস্যা শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ এগ্রো প্রসেসরস এ্যাসোসিয়েশনের (বাপা) বাস্তবায়নে এর আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহযোগীতায় সংগঠনটির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জামান ও শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামিম খান। প্রথমদিন প্রশিক্ষণ কর্মশালা প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউটের ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামিম আখতার ও মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সিটিউটের ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকতা ড. শরফ উদ্দিন। আমচাষী, আম প্রসেসিং সংশ্লিষ্টরা, অনলাইন আম সরবরাহকারী, আমের বিভিন্ন ধরনের আচার প্রস্তুতকারী সংগঠনসহ আম সংশ্লিষ্ট ৪০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।

স/শা