জোড়া হাফ সেঞ্চুরিতে ছুটছে ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টস হেরে ব্যাটিংয়ে নেমে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ৬০ বলে অর্ধশত রান হয়ে যায় ভারতের। বিধ্বংসী মেজাজে থাকা রোহিত মাত্র ৩৪ বলে ৬ চার ২ ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন। ভারতের পরের ফিফটি হয় আরও কম সময়ে; মাত্র ৪৫ বলে। রোহিতের চেয়ে একটু ধীরে খেলে ৬৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল।

টস জিতে পাকিস্তান অধিনায়ক সরফরাজ খান ফিল্ডিং বেছে নিয়েছেন। সরফাজ বলেছেন, কন্ডিশনের কারণে তাদের বোলাররা সহায়তা পাবে, এজন্যই ফিল্ডিং নেওয়া। বিরাট কোহলিও জানান, তিনি টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন। ইনফর্ম ওপেনার শিখর ধাওয়ানকে ছাড়াই ব্যাটিংয়ে নামতে হচ্ছে বিরাট কোহলিদের। শিখরের জায়গায় এসেছেন বিজয় শংকর।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই ভারত জিতেছে। এবার ‘লাকি সেভেন’ চান্স কি কাজে লাগাতে পারবে পাকিস্তান? সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নয়।