শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ভোট চেয়ারম্যান পদে মো. সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৬৩৮ ভোট।

বুধবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। বিরতিহীন ভোটগ্রহণে ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা। তবে, প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় ভোটাররা তাদের ভোটারাধিকার কম সময়ে সহজেই প্রয়োগ করতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ভোট ৫৯৫ ভোট, নৌকা প্রতীক ভোট পেয়েছে ১ হাজার ১৪৮ ভোট। ২ নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ৯৫০ ভোট, নৌকা প্রতীক ভোট পেয়েছে ৮২০ ভোট, ৩নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৯৭৬ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৮৫৬ ভোট, ৪নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮৪৮ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯৩৭ ভোট, ৫নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৬৫১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৭৫২ ভোট।

এছাড়াও ৬নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৯৯২ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৪৬৮ ভোট, ৭নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ২ হাজার ৫৮ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৭৯৯ ভোট, ৮নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮১১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯০০ ভোট, ৯ নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ২ হাজার ১২১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ৫৫ ভোট ও ১০ নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮২৫ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯০৩ ভোট।

এব্যাপারে কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান জানান, কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১৫ হাজার ভোট চেয়ারম্যান পদে মো. সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৬৩৮ ভোট।

জি/আর