রবিবার , ৪ ডিসেম্বর ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শাহজালাল বন্ধ ছিল আড়াই ঘণ্টা

Paris
ডিসেম্বর ৪, ২০১৬ ৭:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ধাপে আড়াই ঘণ্টা বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। রবিবার সকাল ১০ টা থেকে সোয়া এক ঘণ্টা ও পরে দুপুর পৌনে বারোটা থেকে আরও এক ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। এর ফলে এদিন বেশ কিছু ফ্লাইটের শিডিউলে বিপর্যয় ঘটেছে।
জানা গেছে, বিমানবন্দরের কাছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক কাজি ইকবাল করিম বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ওই সময়ে বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়।
বিমানবন্দর পরিচালনার আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি।
কাজি ইকবাল করিম বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘প্রথম ধাপে সকাল ১০ টা থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত এয়ারপোর্ট ক্লোজ ছিল। পরের ধাপে ১১ টা ৪৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত এয়ারপোর্ট ক্লোজ ছিল।’
তিনি বলেন, ‘সাধারণ ভিভিআইপি কেউ বিমানবন্দরের এক কিলোমিটারের মধ্যে থাকলে এয়ারপোর্ট ক্লোজ রাখা হয়। আজকে প্রধানমন্ত্রী এয়ারপোর্টের কাছাকাছি বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে এসেছিলেন। তার আগমনের পূর্ব নির্ধারিত সময় জানিয়ে  দিয়েছিল এসএসএফ।  তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি জানান, ‘যতক্ষণ প্রধানমন্ত্রী এক কিলোমিটার এলাকায় থাকবেন ততক্ষণ নিয়মানুসারে এয়ারপোর্ট ক্লোজ (সব ধরনের কার্যক্রম বন্ধ) থাকবে।’
ইকবাল করিম বলেন, ‘সাধারণত দুই একদিন আগেই বিমানবন্দর বা এর আশেপাশের এক কিলোমিটারের মধ্যে ভিভিআইপিদের আসার সময়সূচি নিরাপত্তা সংস্থাগুলো জানিয়ে থাকে। সে হিসেবে আমরাও বিশ্বের সব দেশের এয়ারপোর্ট ও এয়ারলাইন্সগুলোকে বিমানবন্দর ক্লোজ রাখার সময় জানিয়ে দিয়ে থাকি। তবে আজকে পূর্ব নির্ধারিত সময় ছাড়াও সকালে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। বিশেষ কারণে দ্বিতীয় দফা বন্ধের সময় ১৫ মিনিট এগিয়ে আনতে হয়।’
এ ঘটনায় বেশ কিছু এয়ারলাইন্সকে নির্ধারিত সময়ের পরে যাত্রী নিয়ে উড্ডয়ন করতে হয়েছে বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিরা।
বিমানবন্দর সূত্র জানায়, হঠাৎ সময়সূচিতে পরিবর্তন আনার কারণে সিলেট থেকে একটি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকায় এলেও সেটিকে অবতরণ না করেই ফিরে যেতে হয়। এতে ওই এয়ারলাইন্সের যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।
এ প্রসঙ্গে ইকবাল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে থেকেই সংশ্লিষ্টদের বিষয়টা জানানো ছিল। ফলে শিডিউল পরিবর্তন হতে পারে কিন্তু বিপর্যয়ের মতো কিছু ঘটেনি। আর হঠাৎ ভিভিআইপির সময়সূচিতে পরিবর্তন আনার কারণেই এমনটা ঘটেছে। তবে অনেক সময় এয়ারলাইন্সগুলো এর সুযোগ নিতে চায়।’
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৩ সালের ৯ এপ্রিল যাত্রা শুরু করা বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান করেন। সেখানে গ্রুপ ক্যাপ্টেন রেজা ইমদাদ খানের পরিচালনায় একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়। এছাড়া বিমানবাহিনীর মিগ-২৯, এফ-৭বিজি এবং এফ-৭বিজি১ ফাইটার বিমানের মনোরম ফ্লাইপাস্ট প্রত্যক্ষ করেন তিনি। এছাড়াও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এসময় মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনিতিক, নৌবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাঁকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং এয়ার কমোডর এম মফিদুর রহমান স্বাগত জানান।

সূত্র : বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়