শারিরীক প্রতিবন্ধী ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করলেন শিক্ষক; মেডিকেল ভর্তি


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় ৭ম শ্রেণী পড়ুয়া এক শারিরীক প্রতিবন্ধী ছাত্রকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে গুরুতর আহত করেছেন এক নির্দয় শিক্ষক। শিক্ষকের এমন নির্মম প্রহারে যন্ত্রনায় কাতর হয়ে ওই ছাত্র তারেক আহম্মেদ বর্র্তমানে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ডাক্তাররা বলছেন শিশুটির ঘাড়ে ও পিটে আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রচণ্ড বাঁথার কারণে যন্ত্রনায় কাতরা”ছ। এই ঘটনায় রাজশাহীর আদালতে একটি মামলা দায়েরের প্রস্ততি নিয়েছেন তারেকের অভিভাবকরা।

ঘটনাটি ঘটেছে বাগমারার পাশর্^বর্তী নাটোরের নলডাঙ্গা উপজেলার পীরগাছা মডেল হাইস্কুলে রবিবার সকালে। আহত প্রতিবন্ধী ওই ছাত্র বাগমারা উপজেলার খামারখালি গ্রামের মালয়েসিয়া প্রবাসী আজিজুলের ছেলে।

আহত ছাত্রের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরগাছা মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী শিশু তারেক শারিরীক ভাবে প্রতিবন্ধী। সে স্বাভাবিক চলাফেরা করতে অক্ষম। কোনরকম খুড়িয়ে হাঁটাচলা করে। প্রতিদিনের মত তারেক গত রোববার স্কুলে গিয়ে যথারীতি ক্লাস রুমে গিয়ে বসে। এ সময় ক্লাস নিচ্ছিলেন স্কুলের সহকারি শিক্ষক এনামুল হক। স্কুলের পাশেই বহমান বারনই নদী। নদী দিয়ে সে সময় খড় বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা যাওয়ার দৃশ্য দেখার জন্য ক্লাসের কিছু শিক্ষার্থী জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় হাঁটাচলায় অক্ষম তারেক বেঞ্চেই বসা ছিল। কিন্তু ওই দৃশ্য দেখে শিক্ষক এনামুল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে কাছে পেয়ে প্রথমে তারেককেই বেত্রাঘাত শুরু করে। পরে অন্যান্য ছাত্রকেও সে বেত্রাঘাত করে। এ সময় তারেক বেঞ্চ ত্যাগ করেনি বা জানাল দিয়ে উঁকি দেয়নি বলে প্রতিবাদ করলে শিক্ষক এনামুল আরো ক্ষিপ্ত হয়ে তারেককে দ্বিতীয় দফা বেত্রাঘাত করে। এতে তারেক বেঞ্চ থেকে ছিটকে পড়েন ও ঘাড়ে প্রচণ্ড আঘাত পান।

শিশু তারেক এর নানা একাব্বর আলী বলেন, শিশুটির বাবা প্রবাসী। তাদেরকে আমিই দেখাশুনা করি। এছাড়া আমার নাতি দীর্ঘদিন ধরে অসুস্থ। একজন অসুস্থ ছাত্রকে যে ভাবে অন্যায় করে বেত্রাঘাত করেছে। আমরা এর ন্যায় বিচার চাই। এ জন্য আমরা বিষয়টি প্রধান শিক্ষক আতিকুর রহমানকে জানালে তিনি কোন ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদেরকে ভয়ভীতি দেখান।

এ বিষয়ে শিক্ষক এনামুলের কাছে জানতে চাইলে তিনি শিশু তারেককে সামান্য বেত্রাঘাত করার কথা স্বীকার করে বলেন, এ জন্য মেডিকেলে ভর্তি হওয়ার কি আছে? ওটা তারা সাজিয়ে বলেছেন।

বর্তমান সরকার স্কুলে বেতের ব্যবহার নিষিদ্ধ করেছেন তারপরও তু”ছ ঘটনায় কী করে একজন অসু¯’ শিশুকে বেত্রাঘাত করা হয় এমন প্রশ্নের জবাবে স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, বিষয়টি তারা আমাকে জানালে আমি মিমাংসা করে দিতে চেয়েছি।

এস/আই