‘শাকিলের শরীরে আঘাতের চিহ্ন নেই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তার দেহে কোনও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়ছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সোহেল মাহমুদ।

তিনি বলেন, ‘৯টা ২০ মিনিটে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শেষ হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ব্লাড, ইউরিন, ভিসেরা এবং হার্ট সংরক্ষণ করা হয়েছে। এগুলো পরীক্ষা হয়ে আসার পর মৃত্যুত কারণ সম্পর্কে  বিস্তারিত বলা যাবে।’

বুধবার সকাল ৯টার কিছু আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের তিন চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ ও আ ক ম শফিউজ্জামান এবং প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ময়নাতদন্ত শুরু করেন। সকাল ৮টার দিতে তার লাশ বারডেমের হিমঘর থেকে ঢামেক হাসপাতালের মর্গে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে মারা যান মাহবুবুল হক শাকিলের। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বিশেস সহকারী হওযার আগে শাকিল প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন।

 

সূত্র: বাংলা ট্রিবিউন