ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন, নিহত ২৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

এতে ওই এলাকার বেশ কিছু ভবন ভেঙে পড়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। স্থানীয় কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

আচেহ প্রদেশের পিদি জায়া জেলার সহকারী প্রধান মুলাদির বরাতে এএফপি এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

২০০৪ সালে ৯.২ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূকম্পন ও সুনামিতে ভারত মহাসাগরের উপকূলের ইন্দোনেশিয়াসহ পাশ্ববর্তী বেশ কয়েকটি দেশ ক্ষতিগ্রস্ত হয়।

 

সূত্র: সমকাল অনলাইন