শাকিবকে খোঁচা দিলেন ওমর সানী ,ক্ষেপেছেন ভক্তরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চিত্রনায়ক ওমর সানী ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখার একটি ছবির নিচে মন্তব্য করেন, ‘কথার উত্তর দেস না।’ তাঁর এই মন্তব্যে হতবাক হয়েছেন নেটিজেনরা। এরপরী বিষয়টি যাচাই করার চেষ্টা করেন এটা কি আসলেই ওমর সানীর ফেসবুক অ্যাকাউন্ট কি না। হ্যাঁ, এটা ওমর সানীই ব্যবহার করেন। নিজের পারিবারিক সাংগঠনিক সমস্ত কার্যক্রমের হালনাগাদ রয়েছে অ্যাকাউন্টে।

এরপরে ঢাকাই ছবি শীর্ষ নায়ক শাকিব খানের একটি পোস্টের অনাহুত মন্তব্য করেন ওমর সানী। শাকিব খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘Always remember that your present destination isn’t your final destination. The best is yet to come, be Patience!’

শাকিবের এই ছবির নিচে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। কিন্তু ওমর সানী গিয়ে লিখেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’

kalerkantho

ওমর সানীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়েছেন শাকিব খানের ভক্তরা। অনেকেই ওমর সানীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। মামুনুর রশিদ নামের একজন সানীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘সেলেব্রিটিদের পেইজের বেশিরভাগ পোস্ট তো নিজেদের নিয়োগ করা এডমিনরা দিয়ে থাকে। এই জ্ঞান মনে হয় সানীর ভাইয়ের জানা নাই। নিজেকে বিদ্যাসাগর ভাবা শুরু করছেন!’

সায়েম নামের একজন লিখেছেন, সত্যি বলতে আমি কাউকে ছোট বা নিন্দা করছি না ওমর সানী নায়ক কিন্তু ভালই এবং তার অনেক মুভি দেখেছি আর এখন শাকিব খান এর ও অনেক মুভি দেখা হয়েছে একটি কথা আমরা ভুলে যাই সেটা হলো আমরা কিছু কাজ করে থাকি তাতে আমাদের নিচু জায়গাতে চলে যেতে হয়। শাকিব খান বিগত কয়েক বসর যাবৎ ফিল্ম জগতে নাম্বারওয়ান হয়ে আছে আর শাকিব এর ভক্ত অগণিত এপার বাংলায় আর ওপার বাংলায় তাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ গর্বিত শাকিব সুপার স্টার।

kalerkantho

আনিস নামের একজন লিখেছেন, ‘আপনার মতো ভুলভাল লেখার চেয়ে অন্যকে দিয়ে শুদ্ধ লেখানো অনেক ভালো। আপনার লেখা পড়লে তো ‘দাঁত হাতে চলা আসা’ অবস্থা হয়।

একজন লিখেছেন, ‘ওমর সানী আপনাকে ভালো মানুষ মনে করে ছিলাম আপনি দেখি প্রায় সময় শাকিব খানকে খোচা দিয়ে কথা বলেন।’

ওমর সানীর ওই মন্তব্যের প্রতিউত্তরে মন্তব্য এসেছে তিনশ এর বেশি। যার অধিকাংশই সানীকে আক্রমণ করে লেখা।

kalerkantho

শুধু শাকিব নয়, ওমর সানীর মন্তব্য বিব্রত অনেক তারকা ও ভক্তরা। কণ্ঠশিল্পী কোনাল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন আয়নাতে ওই মুখ দেখবে যখন। সেখানে ওমর সানী মন্তব্য করেছেন, ‘তোমার জামাইরে দেখাও, তোমার মুখ আর কেউ যেন না দেখে।’

সূত্র: কালের কন্ঠ

স/জে