শনিবার মমতা-হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বভারতী ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

নবান্ন সূত্রের খবর, ওই বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাসিনা সরকারের তরফে সময় চাওয়া হয়েছিল৷ আর সেই সময় নবান্নের তরফে বরাদ্দও করা হয়েছে বলে সূত্রের খবর৷ সেই মতো ওই বৈঠক শনিবার সন্ধ্যায় হওয়ার কথা৷

বেঙ্গালুরুতে কংগ্রেস-জেডিএস সরকারের শপথ সেরে বৃহস্পতিবার ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোজা চলে গিয়েছেন বোলপুরে৷ সেখানে তিনি জানান, শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন৷ সেই বৈঠক নিয়ে তিনি কিছু বলতে চাননি৷ কী আলোচনা হবে, সেই বিষয়টিও এড়িয়ে গিয়েছেন৷

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা জলচুক্তি আটকে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই৷ কংগ্রেস আমলে মনমোহন সিং ও এখন বিজেপির নরেন্দ্র মোদী সরকার অনেক চেষ্টা করেও ওই চুক্তি সম্পাদিত করতে পারেননি৷

এদিকে সামনেই বাংলাদেশে নির্বাচন৷ তার আগে এই চুক্তি জট কাটলে ভোটের ময়দানে লাভ হবে হাসিনার৷ তাই কূটনৈতক মহলের মতে, সেই জট কাটাতে এবারের সফরকে কাজে লাগাতে চান শেখ হাসিনা৷ সেই কারণেই তিনি বৈঠক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ কলকাতা 24