বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘শনিবারের আগে কিছু বলা যাবে না’

Paris
অক্টোবর ৬, ২০১৬ ১১:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী শনিবারের আগে খাদিজা বেগম নার্গিসের অবস্থা সম্পর্কে কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ড. মির্জা নাজিম।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে খাদিজার অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এতো তাড়াতাড়ি কিছু বলা যাবে না। একটু তো সময় দিতে হবে। এখন পর্যন্ত দেওয়ার মতো কোনো খবর নেই।’

 

ড. মির্জা নাজিম আরো বলেন, ‘খাদিজার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সবার দোয়ায় ওপরওয়ালা তাকে যেন সুস্থ করে ফিরিয়ে দেন।’

 

এদিকে, খাদিজার পর্যবেক্ষণে রাখার সময় বাড়িয়েছেন চিকিৎসকরা। শনিবার পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

 

মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে খাদিজাকে পর্যবেক্ষণে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা পূর্ণ হয়। শুক্রবার সন্ধ্যায় শেষ হবে পর্যবেক্ষণে রাখার ৭২ ঘণ্টা।

 

কিন্তু খাদিজাকে আরো একদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া  হয়েছে।

 

ড. মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘খাদিজাকে শনিবার পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে।’

 

গত সোমবার সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়