লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

 

নিজস্ব প্রতিবেদক: নীরব ঘাতক এক ব্যাধির নাম ডায়াবেটিস। বর্তমানে শতকরা ৯০ ভাগ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ছোট থেকে বৃদ্ধ কেউ ই রেহাই পায়না এর ঘাতক থাবা থেকে। বর্তমানে করোনাকালীন এর হার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। করোনাকালীন ঘরের ভেতরে থাকতে হওয়ায় নিয়মিত হাঁটাহাঁটি করতে না পারায় বিপাকে পড়েছেন ডায়াবেটিস রোগীরা।

সমাজের এই বিশেষ শ্রেণির কথা বিবেচনা করে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এর মহৎ উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২৯ ও ৩১ শে মার্চ রাজশাহীর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে প্রায় ১০০ রোগীর ডায়াবেটিস পরীক্ষা করে এ ক্লাব।

 

এসময় উপস্থিত ছিলেন-লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের সভাপতি আজিমা পারভীন টুকটুকি,সাধারণ সম্পাদক মো.রবিউল আওয়াল,প্রথম সহ-সভাপতি সাবরিন নাহারসহ ক্লাবের সদস্যবৃন্দ।

ডায়াবেটিস পরীক্ষা করতে আসা বৃদ্ধা জরিমন বেগম জানান, বাইরে টাকা দিয়ে ডায়বেটিস পরীক্ষা করতে হয়। আমি গরিব মানুষ টাকার অভাবে পরীক্ষা করতে পারিনা। তাই এখানে ফ্রিতে পরীক্ষা করে দিবে শুনে আমি পরীক্ষা করতে এসেছি।