চাঁপাইনবাবগঞ্জে নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে গেল তাঁত বস্ত্র মেলা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

করোনা সতর্কতায় ২ সপ্তাহ আগেই তাঁত বস্ত্র, হস্ত কুটির শিল্প মেলা বন্ধ করেছে জেলা প্রশাসন। ৩১ মার্চ বুধবার বিকেলে জেলা প্রশাসন ১ এপ্রিল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মেলা বন্ধের ঘোষনা দেয়।

জানা যায়, করোনা সতর্কতায় সরকারের ১৮ দফা নির্দেশনায় জনসমাগম নিষিদ্ধ বা এড়িয়ে চলার নির্দেশনা দেয়। সেই নির্দেশনার আলোকে বুধবার বিকেলে ১ এপ্রিল হতে মেলা বন্ধের নির্দেশনা দেয়া হয়। মেলা পরিচালনা কমিটির এক সদস্য বলেন, বুধবার বিকেলে জেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে মেলা বন্ধ করার নির্দেশনা দেয়। সেদিন রাত ৮টার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন মেলা পরিদর্শন করেন। সে সময়েও জেলা প্রশাসন মেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন।তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মেলা চালানোর বিষয়টি বিবেচনার কথা জানায় জেলা প্রশাসন। ১২ দিন আগে মেলা বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানায় ওই সদস্য।

এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান বলেন, করোনা সতর্কতায় সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মেলা বন্ধ ঘোষনা করা হয়েছে। তারপরেও মেলায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা করারও অভিযোগ রয়েছে। সার্বিক বিবেচনায় মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। করোনার প্রকোপ কমলে সুবিধামত সময়ে আবার মেলা খুলে দেয়া হবে জানান তিনি।

উল্লেখ্য গত ১৫ মার্চ রাতে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান। এ মেলার সমাপনী ১৩ এপ্রিল হবার কথা থাকলেও ১ এপ্রিল হতে বন্ধ ঘোষনা করা হয়।