শুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে বিষ প্রয়োগে প্রতিপক্ষের তিন লাখ টাকার মাছ নিধন

Paris
ডিসেম্বর ১, ২০১৭ ১:৩৯ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিলের মাছ ধরাকে কেন্দ্র করে একটি পুকুরে বিষ প্রয়োগ করে তিন লাখ টাকার মাছ নিধনের করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার রাধাকান্তপুর গ্রামেরকামরুল ইসলামের ছেলে শামীমের একটি পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষরা। এতে পুকুরেবিভিন্ন প্রজাতির তিন লক্ষ টাকার মাছ ধ্বংস হয়েছে।

পুকুর মালিক শামীমঅভিযোগ করে বলেন, একই গ্রামের প্রতিপক্ষরা আমার পুকুর পাড়ে বিলের মাছ ধরার জন্য একটি টং করতে চাইলে আমি বাধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে রাতেই পুকুরে পাউডার জাতীয় বিষ প্রয়োগ করে আমার পুকুরের মাছ ধ্বংস করে।

এ ব্যাপারে শামীম বাদী হয়ে লালপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

তদন্ত কর্মকর্তা এস আই তাহের জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ,

 

সর্বশেষ - রাজশাহীর খবর