লালপুরে শিলা বৃষ্টিতে আমসহ ফসলের ব্যপক ক্ষতি

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন গ্রামে ২১ এপ্রিল সন্ধ্যায় প্রচন্ড শিলা বৃষ্টি ও ঝড় হয়েছে। এতে আম, ধান, কলা, আখসহ ফসল ও কাঁচা ইটের ব্যপক ক্ষতি হয়েছে।

লালপুর উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার লালপুর, আড়বাব, ওয়ালিয়া, দুয়ারিয়া, বিলমাড়ীয়া, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন ও গোপালপুর পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে প্রচন্ড শিলা বৃষ্টি ও ঝড়ে আম, ধান, কলাসহ বিভিন্ন ফসল ও কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষক আব্দুল মজিদ জানান, ব্যাপক শিলা বৃষ্টিতে জমির ধান ঝরে পড়ে গেছে, নিরুপায় হয়ে ধানের খড় কেটে গরুকে খাওয়াতে হচ্ছে। একজন ভাটার মালিক জানান, হটাৎ শিলা বৃষ্টিতে ভাটার কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে।


এ ব্যাপারে লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, ক্ষতির পরিমাণ ব্যপক নয়। আমরা মাঠ পর্যায়ে জরিপ করছি । জরিপ শেষে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে।

শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়াতে কৃষি অফিস সহ সরকারের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন লালপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইসাহক আলী।

স/অ