সোমবার , ২২ এপ্রিল ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুমিল্লায় শবেবরাতের নামাজ থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে খুন

Paris
এপ্রিল ২২, ২০১৯ ৬:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লায় শবেবরাতের নামাজের সময় মসজিদ থেকে ডেকে এনে মোমতাহিন হাসান মিরন (১৩) নামে এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে।

রোববার রাতে নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকার মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মিরন নগরীর ঝাউতলা এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, কিছুদিন আগে মডার্ন স্কুলের একটি অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সঙ্গে সহপাঠীদের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সহপাঠীরা তাকে কয়েকবার হত্যার হুমকি দেয়। রোববার রাতে শবেবরাতের নামাজ পড়তে মিরন নগরীর ঠাকুরপাড়া রোডের মদিনা মসজিদে যায়। তার সহপাঠীরা মসজিদ থেকে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা মিরনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আদরের ছেলেকে হারিয়ে শোকে পাথর মা নুসরাত জাহান। তিনি জানান, রাত ৮টার দিকে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যান মোমতাহিন। ১০টার দিকে আমার ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানতে পারি, পূর্ববিরোধের জের ধরে শেখ ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের ছাত্র পল্টু, আবির ও আল আমীন আমার ছেলেকে হত্যা করেছে বলে আমরা জেনেছি।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, একটি অনুষ্ঠানে বসা নিয়ে ঝগড়ার সূত্র ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের চাচা কামরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - জাতীয়