লালপুরে পদ্মা নদীতে দুই শিক্ষার্থী নিখোঁজ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার পালিদেহায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ২ শিক্ষাথী নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকাল ১১টার সময় যোহর আলী সরকারের বাড়ির নিকটে পদ্মা নদীতে ঘুরতে এসে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, ঈশ্বরদী ফকিরের বটতলা এলাকার আব্দুর রহমানের ছেলে তহিদুর রহমান অপূর্ব (১২) ও একই উপজেলার আমবাগান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এহসানুল ইসলাম সাকিব (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে না যেয়ে সকাল ১১টার সময় যোহর আলী সরকারের বাড়ির নিকটে পদ্মা নদীতে ঘুরতে এসে ব্লকের সিড়ির উপর স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস খুলে রেখে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

সাড়ামাড়োয়ারী হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মান্নান-৩ জানান, ষষ্ঠ শ্রেণীর ছাত্র এহসানুল ইসলাম সাকিব ও সপ্তম শ্রেণীর ছাত্র তহিদুর রহমান অপূর্ব বাসা হতে স্কুলের উদ্দেশ্য বের হয়ে স্কুল ফাঁকি দিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায়।

আইন শৃঙ্খলা রক্ষার্থে লালপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এঘটনায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারসহ ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ও ১নং সাড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স/অ