লালপুরে ট্রেনের চোরাই তৈলসহ ৩ জন আটক

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন এলাকায় বুধবার রাতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২৫শ ৩০ লিটার তৈলসহ ৩ জনকে আটক করেছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আজমল হোসেন নেতৃত্বে বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে আজিমনগর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৫শ ৩০ লিটার তেল সহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো লালপুর উপজেলার বাওড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮), কালুপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল (৪৪), সিরাজুল ইসলামের রফিকুল ইসলাম (৩৮)।

এসময় ট্রেনের চোরাই জ্বালানী তৈল পেট্রোল-৬শ লিটার, ডিজেল-২শ লিটার, কেরোসিন-৪শ লিটার, মবিল-১২শ লিটার, মিশ্রিত-১শ ৩০ লিটারসহ সর্বমোট ২৫শ ৩০ লিটার তৈল উদ্ধার করা হয়।
এঘটনায় লালপুর থানায় একটি মামলা হয়েছে।

 

স/আ