রোল বল বিশ্বকাপে বাংলাদেশের জয় অব্যাহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোল বল বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে ভুটানকে ৯-২ গোলে হারায় স্বাগতিকরা।

 

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। ফলও পায় তারা। করে আরো ছয়টি গোল।

 

বাংলাদেশ দলের পক্ষে হৃদয় ও আরাফাত চারটি করে গোল করেন, একটি গোল করেন সোহাগ।

 

এর আগের আসরে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে হংকংকে। সে ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ১৯-১ ব্যবধানে।

 

পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পুল ডি-এর ম্যাচে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৯ গোল করেন দ্বীন ইসলাম।

 

নিজেদের মাঠে দারুণ জয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক আসিফ ইকবাল, ‘শুরুটা জয় দিয়ে হয়েছে, এটা অবশ্যই আমাদের কাছে খুবই ভালোলাগার। আশা করি পুরো টুর্নামেন্টে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

 

শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে চীনকে। একই ভেন্যুতে চীনের নারী দলও জয় তুলে নেয়। তারা ৩-০ গোলে তানজানিয়াকে হারায়।

 

এ ছাড়া বেলারুশ ১৬-১ গোলে তুরস্ককে হারায়, জাম্বিয়া ১-১ গোলে ড্র করে চায়নিজ তাইপের সঙ্গে।

 

ইংল্যান্ড নারী দল গোলশূন্য ড্র করে ইন্দোনেশিয়ার সঙ্গে। হ্যান্ডবল স্টেডিয়ামে লাটভিয়া ২-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে এবং ডেনমার্ক ৬-০ গোলে হারিয়েছে তুরস্ককে।

সূত্র: এনটিভি