রুয়েটে মাদক ও ধুমপানমুক্ত ক্যাম্পাসের দাবিতে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল সেখের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই এসে শেষ হয়।

রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যালিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালসহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা প্রমুখ।

জি/আর