রুয়ান্ডার সঙ্গে সরাসরি ফ্লাইট চলবে

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আফ্রিকার দেশ রুয়ান্ডায় সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনসংক্রান্ত একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আফ্রিকায় আমাদের সরাসরি কোনও ফ্লাইট নেই। এটা ইমিডিয়েট শুরু হবে না। অনুমোদন দেওয়া হয়েছে তবে এটার ইকোনমিক সাইটটা দেখে তারপর চুক্তিতে সই করতে বলা হয়েছে।

তিনি বলেন, রুয়ান্ডা থেকে সাউথ আফ্রিকা, কেনিয়া বা নাইজেরিয়ায় বা যেখানে আমাদের লোকজন আছে বা ফোর্স আছে, সেসব জায়গায় যোগাযোগের কী সুবিধা হবে, এগুলো যদি আমাদের বেনিফিট দেয় সেগুলো দেখে নিতে বলা হয়েছে।

সূত্র: যুগান্তর