বুধবার , ৮ জানুয়ারি ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাস্তা পারাপার করতে রাজশাহীতে ১১টি কমিটি

নিউজ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২০ ১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদে রাস্তা পারাপার করতে রাজশাহীতে ১১টি কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী-বনপাড়া পর্যন্ত এ কমিটি কাজ করবে। বুধবার সকালে পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ মাঠে পবা হাইওয়ে পুলিশ ফাড়ীর আয়োজনে আলোচনা সভায় এ কথা জানানো হয়।

‘দেখে শুনে রাস্তা পারাপার হব নিরাপদে ফিরবো বাড়ী’ শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর পুলিশ সুপার শহিদ উল্লাহ্।তিনি বলেন, মহাসড়কে রাস্তা পারাপারে আমাদের কে গণ-সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি উপস্থিত  ক্লাসে পাঠদান কালে শিক্ষকেরা যেন মহাসড়কে রাস্তা পারাপারে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পবা হাইওয়ে পুলিশ ফাড়ীর ইনচার্জ কাজল কুমার নন্দীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ রায়হান ইবনে রহমান, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা ভূমি সহকারী কমিশনার রোমানা আফরোজ,বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম,পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান প্রমূখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, রাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম।

 

সর্বশেষ - রাজশাহীর খবর