কাভানি নেইমার ও এমবাপ্পের গোলে নকআউটপর্বে পিএসজি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের নকআউটপর্বে ওঠা নিয়ে দোলাচলে ছিল পিএসজি। সেখানে খেলতে হলে হার এড়াতেই হতো। তবে শুধু হার এড়ানো নয়, বড় ব্যবধানে জিতে ইউরোপসেরা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্য পারিসিয়ানরা। এডিনসন কাভানি, নেইমার, মারকুইনহোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে রেডস্টার বেলগ্রেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন তারা।

মঙ্গলবার রাতে রেডস্টার স্টেডিয়ামে আতিথ্য নেয় পিএসজি। মাঠে নেমেই আগুন ঝরাতে থাকেন অতিথিরা। সূচনালগ্নেই গোল পেয়ে যান তারা। ৯ মিনিটে সফল নিশানাভেদে দলকে লিড এনে দেন কাভানি। তাতে ছিল এমবাপ্পের আলতো ছোঁয়া।

এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিএসজি। মুহুর্মুহ আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরে দলটি। ৪০ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এতেও ছিল এমবাপ্পের জাদুকরী টাচ। এ নিয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে ৫ গোল করলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের গতি সচল রাখে পিএসজি। তবে স্রোতের বিপরীতে ৫৬ মিনিটে গোল খেয়ে বসে প্যারিসের ক্লাবটি। দুর্দান্ত ভলিতে বল ঠিকানায় পাঠান বেলগ্রেড রক্ষণসেনা মার্কো গোবেলিচ।

গোল হজমের ঝটিকা আক্রমণে নামে পিএসজি। এবার আর তাদের রুখতে পারেননি স্বাগতিকরা। ৭৭ মিনিটে বল জালে জড়ান মারকুইনহোস। অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

এখানেই ক্ষ্যান্ত হয়নি পিএসজি। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। তাকে অ্যাসিস্ট করেন নেইমার। এতে একে অপরের ঋণ পরিশোধও হয়। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পা রাখেন টমাস টুখেলের শিষ্যরা।