রাসিকের অনিয়ম: ১৬ ফ্লাডলাইটের বিল অতিরিক্ত ৭ কোটি টাকার বেশি

আলো ঝলমলে হলো রাজশাহীর আরও ৭ চত্বর | RajshahiExpress.com

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) ১৬টি ফ্লাডলাইট স্থাপনে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ফ্লাডলাইট স্থাপন এবং সহায়ক উপকরণের দাম আন্তর্জাতিক বাজারে সোয়া দুই কোটি টাকা হলেও রাসিকের বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট ঠিকাদারকে ৯ কোটি ৭ লাখ ৭৭ হাজার টাকার বিল পরিশোধ করেছে।

এক্ষেত্রে ঠিকাদারকে বাজারমূল্যের চেয়ে ৬ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৪৩ টাকার বেশি বিল পরিশোধ করা হয়েছে।

রাসিকের ১৬ মিটার উচ্চতার হাই মাস্ট পোল টেন্ডার নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংকে কাজ পাইয়ে দিতে প্রতিষ্ঠানটির এস্টিমেট অনুযায়ী টেন্ডার আহ্বান করা হয়। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী পুরো প্যাকেজটির মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৭৩৪ টাকা।

প্রতিটি আইটেমের দাম তিন থেকে চার গুণ বেশি ধরে ৯ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকার টেন্ডার আহ্বান করা হয়। আর পূর্বপরিকল্পনা অনুযায়ী একটিমাত্র দরপত্রে পুরো কাজটি হ্যারোকে দিয়ে করানো হয়।

আধুনিক এলইডি ফ্লাডলাইটে ঝলমল করবে নগরী | ইউনিভার্সাল ২৪ নিউজ

অভিযোগ, টেন্ডারের শর্তানুযায়ী পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা না থাকলেও হ্যারোকে কাজটি দেয় রাসিকের বিদ্যুৎ বিভাগ। বিদেশ থেকে আমদানি করা এসব বৈদ্যুতিক সরঞ্জামাদির শিপমেন্ট ডকুমেন্ট, এলসি, বিল অব ল্যান্ডিং, শুল্ক, কর ও ভ্যাট পরিশোধ সংক্রান্ত কোনো কাগজপত্রও দাখিল করেনি হ্যারো। বিল পরিশোধে এসব জরুরি বিষয় উপেক্ষা করা হয়েছে।

এছাড়া সরবরাহ ও স্থাপন করা সরঞ্জামাদির মান যাচাইয়ে টেন্ডারের শর্তানুযায়ী বুয়েট থেকে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়নি।

রাসিকের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেয়াজত হোসেন সোমবার বলেন, নগরীতে স্থাপিত ১৬টি হাই মাস্ট পোল বা ফ্লাডলাইট ও সরঞ্জামাদি অতি উচ্চমানের বলেই দাম কয়েকগুণ বেশি ধরা হয়েছে।

একবারের টেন্ডারে অংশ নেয়া একমাত্র ঠিকাদার প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংকে কাজ দেয়ায় পিপিআরের শর্ত লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, টেন্ডারে অন্য প্রতিষ্ঠান অংশ না নেয়ায় হ্যারোকে কাজটি দেয়া হয়। একাধিকবার টেন্ডার আহ্বান করার প্রয়োজন হয়নি।

হ্যারোর অভিজ্ঞতার সনদ না থাকা ও পণ্যের মান পরীক্ষার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী আশরাফুল হুদা টিটো দাবি করেন, টেন্ডারের সব শর্ত পূরণ করেই কাজটি তিনি পেয়েছেন। অতিরিক্ত পণ্যমূল্য নেয়া হয়নি। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি সব পণ্য সরবরাহ ও স্থাপন করেছেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, চীনের তৈরি ২০ থেকে ২৫ মিটার উচ্চতার একটি হাই মাস্ট পোল বা খুঁটির সর্বোচ্চ দাম তিন হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬১ হাজার টাকা হয়।

এর সঙ্গে শতকরা ৬১ ভাগ হিসাবে ১ লাখ ৫৯ হাজার ২১০ টাকা আমদানি শুল্ক, ক্রয়মূল্যের ওপর শতকরা ২০ ভাগ হিসাবে ৪৩ হাজার ২০০ টাকা ভ্যাট ও আয়কর, বন্দর থেকে দেশের যে কোনো স্থানে সর্বোচ্চ পরিবহন ও স্থাপন ব্যয় ৭০ হাজার টাকা এবং প্রচলিত নিয়মে শতকরা ১৫ ভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের মুনাফা যোগ করলে একেকটি পোল বা ফ্লাডলাইটের খরচ পড়ে সর্বোচ্চ ৫ লাখ ৭২ হাজার ৫১৫ টাকা।

কিন্তু রাসিকের বিদ্যুৎ বিভাগ প্রতিটি খুঁটির জন্য হ্যারোকে ৩২ লাখ ৫০ হাজার টাকা করে পরিশোধ করেছে। প্রতিটি খুঁটিতে অতিরিক্ত বিল দেয়া হয়েছে ২৬ লাখ ৭৭ হাজার ৪৮৫ টাকা করে।

গত বছর সেপ্টেম্বরে রাজশাহী নগরীর বিভিন্ন মোড়ে হাইভোল্টেজ এলইডিসহ ১৬টি হাই মাস্ট পোল বা ফ্লাডলাইট স্থাপনে ৯ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকার টেন্ডার ডাকে রাসিক।

২০১৯ সালের ৭ সেপ্টেম্বর হ্যারো ৯ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৭৭৭ টাকা ৭০ পয়সা দর দাখিল করে। ফ্লাডলাইটে ব্যবহৃত ২০০ ওয়াট ক্ষমতার ৩২০টি এলইডি লাইটের প্রতিটির বাজারমূল্য ১৫ হাজার ৮৭৩ টাকা হলেও টেন্ডারে ৬৫ হাজার ৫০০ টাকা দর হিসাব করে মোট ২ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়। ২০০ ওয়াটের প্রতিটি এলইডির দাম ৬৩ হাজার ৮০০ টাকা করে মোট ২ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

অথচ বাজারমূল্যে ৩২০টি এলইডির মোট দাম পড়ে ৫০ লাখ ৭৯ হাজার ৩৬০ টাকা। এক্ষেত্রে ঠিকাদারকে অতিরিক্ত ১ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার ৬৪০ টাকা পরিশোধ করা হয়েছে।

ফ্লাডলাইটে সংযোজিত ২০০টি ২৫০ ওয়াট ক্ষমতার এলইডির প্রতিটির বাজারমূল্য ১৯ হাজার ৩০৯ টাকা হলেও টেন্ডারে প্রতিটির মূল্য ৭৫ হাজার টাকা হিসাবে মোট ব্যয় ১ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়। চীনা আরওএইচএস কোম্পানির তৈরি ২০০টি এলইডির মোট বাজারমূল্য ৩৬ লাখ ৬১ হাজার ৮০৪ টাকা হলেও হ্যারোকে অতিরিক্ত ১ কোটি ১১ লাখ ৩৮ হাজার ২০০ টাকাসহ এই খাতে মোট বিল পরিশোধ করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা।

৬৩ এএমপি অটো লজিক কন্ট্রোলারের এক ইউনিটের বাজারমূল্য ৩৬ হাজার টাকা হলেও ঠিকাদারকে ১৬টি এএমপি কন্ট্রোলারের প্রতি এককের মূল্য ৭২ হাজার টাকা হিসাবে মোট ১১ লাখ ৫২ হাজার টাকার বিল দেয়া হয়েছে।

এক্ষেত্রে হ্যারোকে অতিরিক্ত ৫ লাখ ৭৬ হাজার টাকা বেশি বিল পরিশোধ করা হয়েছে। একইভাবে ১ হাজার ২৪০ মিটার ক্যাবল সরবরাহেও ঠিকাদারকে ৩৭ হাজার ২০০ টাকা বেশি বিল দিয়েছে রাসিক।

সূত্র: দৈনিক যুগান্তর

আরো পড়ুন …

শান্তির শহর রাজশাহী যেন অনিরাপদের দিকে ঝুঁকছে