‘রাষ্ট্রদূতদের দেশের রপ্তানি বাড়াতে অবদান রাখতে হবে’

কভিড-১৯-পরবর্তী বিশ্ববাণিজ্যে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে। এ সুযোগ দক্ষতার সঙ্গে কাজে লাগাতে হবে। রাষ্ট্রদূতরা গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, এ জন্য বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। এখানে বাংলাদেশি পণ্যের বেশ চাহিদা রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাণিজ্যের সুযোগ নিতে হবে।

গতকাল রবিবার ঢাকায় বাণিজ্যমন্ত্রীর সরকারি বাসভবনের অফিসকক্ষে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আসিক এবং উজবেকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।

 

সুত্রঃ কালের কণ্ঠ