মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

Paris
আগস্ট ১৬, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ বিস্ফোরণ নিয়ে রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে।

ক্রিমিয়ার উত্তরাঞ্চলের ঝানকোই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।

সেখানের একটি বিদ্যুৎ সাবস্টেশনেও আগুন দেখা গেছে। এছাড়া রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল পরিষেবাও ব্যাহত হয়েছে।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক ‘সামরিক আঘাতের’ কারণে হয়েছে বলে বর্ণনা করেন এবং ইঙ্গিত করেন, বিস্ফোরণের ঘটনা দুর্ঘটনাজনক ছিল না।

একজন ক্রিমিয়ান তাতার নেতা রেফাত চুবারভও বিস্ফোরণগুলোকে ‘আঘাত’ বলে বর্ণনা করেছেন যা ‘অনেক দূর থেকে’ শোনা যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাইস্কে গ্রামের কাছে একটি অস্থায়ী গোলাবারুদ রাখার জায়গায় আগুন লেগেছিল এবং এর কারণ তদন্ত করা হচ্ছে। কেউ গুরুতর আহত হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। তবে সেখানে রাশিয়া নিয়োজিত আঞ্চলিক প্রধান সার্গেই আসকয়োনভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, দুইজন আহত হয়েছেন এবং আশেপাশের গ্রাম থেকে দুই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে আক্রমণ করে রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইউক্রেন। সে ঘটনাকেও গোলাবারুদের জমা রাখার জায়গার বিস্ফোরণ বলে জানায় মস্কো।

 

সুত্রঃ কালের কন্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক