শনিবার , ২৬ মার্চ ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়াকে না জানিয়ে যে কাজ করল কাতার

Paris
মার্চ ২৬, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ

কাতারের রাজধানী দোহায় চলমান দোহা ফোরামে শনিবার ভার্চুয়ালি কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তবে দোহা ফোরামে জেলেনস্কি কথা বলবেন এমন কোনো ঘোষণা আগে দেয়নি কর্তৃপক্ষ।

গণমাধ্যম আল জাজিরার প্রতিনিধি জামাল এলশায়াল জানিয়েছেন, জেলেনস্কির ভাষণ দেওয়ার ব্যাপারটি আগে জানানো হয়নি কারণ আগে ঘোষণা দেওয়া হলে রাশিয়ার প্রতিনিধিরা এখানে অংশ নিত না।

দোহা ফোরাম কর্তৃপক্ষ চেয়েছে এই অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিরাও যেন এখানে উপস্থিত থাকেন। ফলে তারা জেলেনস্কির ব্যাপারে আগে থেকে কিছু জানায়নি।

এদিকে এ ফোরামে দেওয়া ভাষনে ইউক্রেনকে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি।

তিনি ইউক্রেনের মারিউপোলকে সিরিয়ার আলেপ্পো শহরের সঙ্গে তুলনা করেছেন।

জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনের বন্দরগুলো ধ্বংস করে দিচ্ছে। আর বন্দর ধ্বংস হয়ে গেলে ইউক্রেন বিশ্বব্যপী কোনো রপ্তানি করতে পারবে না।

জেলেনস্কি হুশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন থেকে রপ্তানি ব্যহত হলে বিশ্বব্যাপী এর মারাত্বক প্রভাব পড়বে।

তাছাড়া রাশিয়ার তেলের ওপর থেকে নির্ভরতা কমাতে কাতার ও বিশ্বের অন্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি দোহা ফোরামে দেওয়া বক্তব্যে আরও জানিয়েছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে যে তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র ইউক্রেন না পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারবে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক