রামেক হাসপাতালে ৪৪৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪৪৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এপর্যন্ত চিকিৎসা নিয়ে ৩৯৪ জন রোগী সুস্থ্য হয়ে ফিরে গেছেন । এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা গেছেন। বর্তমানে আইসিউতে দুই জন রোগি চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে রাজশাহীতে ডেঙ্গু রোগী বাড়ার সম্ভাবনার শঙ্কা ছিলো। তবে ঈদের আগে ও পরে রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। যদিও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘন্টায় ১৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন, মানুষের সচেতনতার কারণেই কমেছে ডেঙ্গু রোগী।

দেখা গেছে, ঈদের চার দিন থেকে চার দিন আগের তুলনায় অর্ধেকের মত কমেছে ডেঙ্গু রোগী। হাসপাতলটির উপপরিচালক উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস জানান, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৮ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

এছাড়া আগের চিকিৎসাধীন রোগী সুস্থ্য হয়ে ছুটি পেয়েছেন ৩০ জন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন ডেঙ্গু রোগী।