রামেক ল্যাবে রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের শনাক্তদের পরিচয়

নিজস্ব প্রতিবেদক:
রামেক ল্যাবে মঙ্গল ১৯১ টি নমুনা পরীক্ষা শেষে ৬২ জনের করোনা শনাক্ত হয়। এর ম্যধ্যে ৪৫ জন হলেন রাজশাহীর বাসিন্দা। আর ১৫ হলেন পাবনার এবং দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। রাজশাহীর ৪৫ জনের মধ্যে নগরীর হলেন ২৬ জন। অন্যদের মধ্যে পবার ৬ জন, গোদাগাড়ীর ৩ জন, তানোরের ৪জন এবং মোহনপুরের ৬ জন।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মাহমুদ হাসান(৪২), রজব আলী(১৬), আলহাজ্ব মোঃ আব্দুল জাব্বার(১০৪), নুর নাহার(৩৪), মুমতাহিনা রহমান(১৯), ডাক্তার এস এম এ জাকিয়া আজম(৪৩), মনোয়ারা আহসান(৬৫), মুহাইমিনুর রহমান(১৪), আফসার আলী(৩৫), ময়না(৪০), গোলাম কবির(৩৫), সখিনা আক্তার(৩৬), নজরুল ইসলাম(৪২), রিমা(২২), রানা(২৬), আব্দুল আউয়াল(১২), রাইনা জাবীন(০১), মিজানুর রহমান(৩০), ফারুক হোসেন (২৮),আবদুল ওয়াসের আনসারি(৩৭), শামসুল হক(৬০), মেহেদী হোসেন(৪৫) ।
রাজশাহী র‌্যাব-৫ এর আল আমিন(২৭), রায়হান আলী (৩১), শফিকুল ইসলাম(৫০) ও বিদ্যুৎ কুমার সরকার(৫০)।
রাজশাহীর পবা উপজেলার মোস্তফা(৫৫), আব্দুল্লাহ আল বারি(৩৮), শহীদ মোস্তফা(৪৮), আব্রার আহমেদ(২৭), জহুরুল হক (৩৮) ও শাকিল(৩০)।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আনাম আজিজ(০৫),সাখাওয়াত(৩৫) ও নাসরিন খাতুন(২৫)।
রাজশাহীর তানোর উপজেলার আলতাব হোসেন(৩৫), আলমগীর(৩৮), নাসির আলী(৪০) ও ফরমান(৩২)।
রাজশাহীর মোহনপুর উপজেলার আবুল(৬০), নজরুল(৪৩), মতিউর(২৮), রেজওয়ান(২৬), তোফাজ্জল(৬২) ও মিজান(৪০)।
পাবনা জেলার সদর উপজেলার আতিকুন নাহার(৩০), নাসির(৪৫), মনিরুল(৩৫), শরীফ(৩৩), আসমা(২৬), সালাম(২২), জুলহাস(৩১), ইয়াকুব(৪০), শহিদুল ইসলাম(২৮), বকুল হোসেন(৩৪), সুশান্ত বিশ্বাস(৫২), আবুল কালাম আজাদ(৪২), শাকিল হাসান(২৭), আনোয়ার হোসেন(২৭) ও রেজওয়ানা পারভীন(৩০)।
 চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আবুল হোসেন(৭৭) ও তাহেরা বেগম(৫০)।
স/আর