রামেক ল্যাবে নতুন যারা করোনায় আক্রান্ত হলেন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে রাজশাহীর অর্ধশতসহ ৬৬জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ শনিবার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে রাজশাহী মহানগরীর ২১ জন। এরা হলেন, রাজশাহীর মহানগরীর, তায়িব আলী (৩২), লাইলি (৫৫), কামরুল হাবিব (), মো: রাতুল (৩০), আবুল কালাম আজাদ (৬০), রিপন আলী (৩০), মোসা : জিনিয়া আক্তার (১৯), রাধা সাহা (৫৩), মনিরুল ইসলাম (৩০), নাজমা খাতুন (৬০), আনোয়ারা বেগম (৭০), সাইফুল ইসলাম (৬৫), ফাতেমা খাতুন (২৭), মনিউর রহমান (৩৮), জাহানারা খাতুন (২০), মোমিন আব্দুল্লা (২০), শিশির (৩০), ইয়াদ আলী (৫৪), আল-আমীন (৩২), আব্দুল মাজেদ (৭৮) ও রফিকুল (৫১)।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের সারওয়ার হোসেন (৩৮), ডা. জেরিন সাজ্জাদ (৩৪), শামসুল হক (৪৫), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাইসার আজাদ (২৮) ও রাজশাহী র‌্যাব -৫ এর সদস্য পলাশ চন্দ্র (২৫) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আর জেলার অন্য আক্রান্তদের মধ্যে পবা উপজেলার  ১৩ জন। এরা হলেন, শরিফুল (২১), বাদশা (৬০), তরিকুল (৩৬), মমতা (২৫), ইন্দ্রানি বিশ্বাস (২৮), সম্পা বিশ্বাস (২৪), শেফালি (৭০), তপন রায় (৬৯), শুকলা রায় (৬০), মোমিন (২৮), সামিউল (৩২), ইউসুফ (৩২), পিয়ারুল (৫০)।

তানোর উপজেলার ৫ জন হলেন , আহাদ আলী (৪০), জালেক (৩৮) এ.সিদ্দিক (৯), আবু বক্বর (৪০), রুনা (১৭)। মোহনপুর উপজেলার ৪ জন হলেন,  তাজুল (৪৩), মোশাররফ (২৬), আলাউদ্দিন (৫৮), মুক্ত (৩৪) এবং গোদাগাড়ীর উপজেলার ২জন হলেন, আবু তাহের (৩৫), তহুরা (৫০)।

বাকি নমুনাগুলোর মধ্যে নাটোরের ১৩ জন। এরা হলেন , বড়াইগ্রাম উপজেলার রবেল (২০), এনামুল (২৫), আব্দুর রাজ্জাক (৫৯) , মুতালেব (৫৪), মোবারক (৪৬), জব্বার (২০), হান্নান (৩১), নাসিমা (৪৫)। সদরের হাবিবুর রহমান (৬১), মাহামুদা বিনতে অন্তর (২২)। গুরুদাশপুরের তমাল হোসেন (৩৫), রাশেদুল (৩৫) ও বাগাতিপাড়ার এ.কালাম (৪৬)।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার , জাহাঙ্গির আলম (৪২), চামেলি খাতুন (৪৫) ও ডালিশ (১৬) করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, রাজশাহী নগরীতে নতুন আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় মোট ৫০ জন করোনা শনাক্ত হওয়ায় এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২২ জন। মারা গেছেন ৭ জন। নগরীতেই করোনা রোগী বেড়ে হলো ১১৭৭ জন।

এছাড়া নাটোরের ১৩ আক্রান্ত হওয়ায় এখন আক্রান্তের সংখ্যা হলো ২৯৪ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ আক্রান্ত হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জনে ।

স/অ