রাবি বিপ্লবী ছাত্রমৈত্রী নেতার মুক্তি দাবি অ্যামনেস্টির

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দিলীপ রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

 
গত ২৮ আগস্ট ফেসুবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে দিলীপ রায়কে আটক করে পুলিশ। ওইদিন বিকেলে দিলীপের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।

 
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দিলীপকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ৩১ আগস্ট আদালতে তার জামিনে আবেদন নামঞ্জুর হয়। আগামীকাল রবিবার দিলীপের দ্বিতীয় দফায় জামিন আবেদনের শুনানি ধার্য করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট লিংক:

https://www.amnesty.org/en/latest/news/2016/09/bangladesh-release-facebook-user-who-criticised-prime-minister/

স/অ