রাবি ছাত্রী অপহরণ: রিমাণ্ড শেষে আসামীদের কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপহৃত ছাত্রীর সাবেক স্বামী অপহরণকারী সোহেল রানা ও তার মাইক্রোবাস চালক জাহিদুল ইসলামকে একদিনের রিমাণ্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ উপস্থিত করা হলে আদালতের বিচারক মাহবুবুর রহমান তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমাইল হোসেন।

গত শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় তার সাবেক স্বামী। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে সোহেল রানাসহ ৫ জনকে আসামী করে নগরীর মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে তাদের ঢাকা থেকে উদ্ধার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে ১ দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত। রিমাণ্ড শেষে আজ সোমবার কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

স/শ