রাবি অাইন বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী, মিলন মেলা ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অাইন বিভাগের ১৯৮৪-৮৫ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০১৮ উপলক্ষে মিলন মেলা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় রাবি প্রশাসন ভবনের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়।
র‌্যালিটি রাবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডীন কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। ডীন কমপ্লেক্সে অালোচনা অনুষ্ঠিত হয়। র ্যালিতে নেতৃত্ব দেন ও সার্বিক সহযোগিতা করেন রাজশাহী জজ কোর্টের সিনিয়র অাইনজীবী সাইফুর রহমান খান রানা।
দিনব্যাপি মিলন মেলায় উপস্থিত ছিলেন, রংপুর জজ কোর্টের অাইনজীবী তোতা, নরসিংদি জজ কোর্টের অাইনজীবী কাদের, মাগুরা জজ কোর্টের অাইনজীবী সফি, সাতক্ষীরা জজ কোর্টের অাইনজীবী বাবলা, নাটোর জজ কোর্টের অাইনজীবী লোকমান ও অাশরাফ, পাবনা জজ কোর্টের অাইনজীবী বকুল, দিনাজপুর জজ কোর্টের অাইনজীবী মকসেদ, নড়াইলের জজ কোর্টের অাইনজীবী অাসাদ ও তাদের পরিবারের প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
অালোচনায় অাইনজীবীরা তাতের পরিচয়, কর্মস্থল ও জীবনের উল্লেখযোগ্য স্মৃতিময় ঘটনা ব্যক্ত করেন।
স/আ