রাবি অধ্যাপক ফারহানা আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইনাম মারা গেছেন (ইন্না….রাজিউন)। গত শনিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর উপশহর এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।

রবিবার (৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে নগরীর সপুরা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পিতা, মাতা এবং দুই ভাই-বোন রেখে গেছেন।

তাঁর এই আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী এম. জাকারিয়া।

শোক বার্তায় তাঁরা এই প্রতিভাবান শিক্ষকের উচ্চশিক্ষা এবং গবেষণায় অবদান স্মরণ করে বলেন, মানুষের মৃত্যু অবধারিত হলেও তাঁর এই অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ফারহানা ইনাম ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন।

স/অ