রাবির নতুন কোষাধ্যক্ষ অবাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. অবাইদুর রহমান প্রামাণিককে
নতুন কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখায় প্রকাশিত এক প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) মো. আবদুল হামিদের অনুমোদনে অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিককে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় যেকোনো প্রয়োজনে এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-
আরিফের মেয়াদ গত বছরের ১৬ সেপ্টেম্বর শেষ হয়। এরপর থেকে ওই পদটি ফাঁকা ছিল।