রাবিতে ‘শহীদ জোহা জাতীয় বিতর্ক উৎসব’ শুরু কাল

নিজস্ব প্রতিবেদক:

‘গোল্ড বাংলাদেশ’র আয়োজনে আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে শহীদ শামসুজ্জোহা জাতীয় বিতর্ক উৎসব ২০২২। দুইদিন ব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি তাসমিয়া হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহণ করবে। এতে বিচারক হিসেবে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বিতার্কিকগণ। আগামীকাল শুক্রবার বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন। অনুষ্ঠানে ড. শামসুজ্জোহার আত্মত্যাগ বিষয়ে আলোচনা করবেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর এবং গোল্ড বাংলাদেশের মডারেটর অধ্যাপক রবিউল ইসলাম।

আগামীকাল শনিবার প্রতিযোগিতার সমাপনী দিন উন্মুক্তভাবে ফাইনাল বিতর্ক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর অধ্যাপক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন ও কাওসার ইসলাম।

গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। ‘এসো যুক্তির আলপনায় আঁকি প্রগতির মহাকাল’ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

জি/আর